CP Plus EEZO Series CP-21 Smart Wi-Fi Web Camera Mobile Setting A 2 Z


প্রথেমে প্লে স্টোর থেকে EEZO আপ্পস টা ডাউনলোড করতে হবে। তারপর সাইন আপ করে নিতে হবে ।
যেখানে ই মেইল আইডি ও পাশ ওয়ার্ড লাগবে।
এরপর ই মেইল দিয়ে লগিন করতে হবে কাপচা কোড দিয়ে।
এই কাজটি করার সময় মনে রাখতে হবে যে ওখানে একটি শেফটী কোড ছাইবে সেটি ক্যামেরার পিছনে লেখা থাকে।
যদি ব্যবহার করা কামেরা হয় তাহলে প্রথেমে রিসেট সুইচ কে ২০ থেকে ২৫ মিনিত টিপে ধরে রাখতে হবে, যতক্ষণ না বিপ আওয়াজ হচ্ছে।
তার পর কিছুখন অপেক্ষা করতে হবে যতখন না লাল লাইট অফ হয়ে সবুজ লাইট ব্লিঙ্ক করে ও ক্যামেরা সব দিকে ঘুরবে।
এর পর অ্যাড অপশন ক্লিক করে কিউএয়ার কোড ছবি তুলে নিতে হবে এর পর নেক্সট তার পর সার্চ দেখালে ফোনের ওয়াইফাই তে গিয়ে অই ক্যামেরা টির একটি ওয়াইফাই দেখাবে সেটা ক্লিক করে কানেকট করতে হবে তার পর কানেকট (ওখানে কানেকট দেখাবে কিন্তু নো ইন্টারনেট দেখাবে) ও খান থেকে বেরিয়ে আবার ফোনের আপ্পসে আস্তে হবে । ওখানে আপনি যে ওয়াইফাই এর সঙ্গে আছেন সেই ওয়াইফাই নাম শো হবে ও তার পাশ ওয়ার্ড দিয়ে লগিন করতে হবে এরপর কিছুখান অপেক্ষা করতে বলবে কিছুখন পর ক্যামেরা অ্যাড হয়েছে দেখাবে। তারপর নেক্সট করে ফিনিশ করতে হবে।

Post a Comment

0 Comments